Site icon Jamuna Television

শীর্ষ সন্ত্রাসী জিসানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে

মালিবাগে দুই ডিবি পুলিশ হত্যার আসামী ও শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাইয়ে আটকের পর ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এআইজি মহিউল ইসলাম।

শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার ও দেশে ফেরানো প্রক্রিয়ায় দুবাই পুলিশ বেশ ভাল সহায়তা করছে বলেও জানান মহিউল ইসলাম।

তিনি বলেন, দুবাই কর্তৃপক্ষ জিসানকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

এরআগে বুধবার রাতে দেশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিষয়টি পুলিশ সদরদপ্তর থেকেও নিশ্চিত করা হয়।

জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে। সেখানে তার নাম আলী আকবর চৌধুরী বলে উল্লেখ করা হয়েছে।

Exit mobile version