Site icon Jamuna Television

ভারতে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

ভারতের উত্তর প্রদেশ, বিহার ও কর্নাটকে বন্যায় নিহতের সংখ্যা দুইশত ছাড়িয়েছে। চরম বিপর্যস্ত জনজীবন।

বিহারের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টি হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাজ্যটির রাজধানী পাটনায় পাম্পের মাধ্যমে সরিয়ে নেয়া হচ্ছে পানি। তবে এখনও জলাবদ্ধতার কবলে বেশিরভাগ রাস্তাঘাট।

উত্তর প্রদেশের বারানসিতে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এদিকে বন্যার প্রভাবে এসব অঞ্চলে তৈরি হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। সরবরাহ বাঁধাগ্রস্ত হওয়ায় অস্বাভাবিক বেড়েছে সবজির দাম।

কেন্দ্রের তরফ থেকে বন্যাদুর্গত কর্নাটক ও বিহারে বরাদ্দ করা হয়েছে প্রায় ১ হাজার ৮শ’ কোটি রুপি সহায়তা।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, গত ৫০ বছরের মধ্যে গড়ে ১০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে চলতি বছর। দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য, চলতি বর্ষা মৌসুমে প্রাণ হারিয়েছে ১৮শ’র বেশি মানুষ; গৃহহীন ২৫ লাখ।

Exit mobile version