Site icon Jamuna Television

বাস-পিকআপ সংঘর্ষে চালকসহ নিহত ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহসড়কে একটি বেলাব থানার পুটিমারা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বীরলতা গ্রামের আবু মিয়ার ছেলে পিকআপভ্যান চালক জমশেদ আলী (৩২) ও যাত্রী একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫)।

জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাসটি ভৈরবে আসার পর বিপরীতমুখী চুনারুঘাট থেকে ঢাকাগামী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই হতাহতের ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান জানান, দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

তাদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Exit mobile version