Site icon Jamuna Television

কারাগারে কয়েদির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারগারে হার্ট অ্যাটাক করে এক হাজতির মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে কারা হাজতি আদনান চৌধুরী দুর্জয় (৩৭) বুকে ব্যাথা অনুভব করলে তাকে ৯.২৫ মিনিটের সময় কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে রাত ১টার সময় নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়া অবস্থায় সে মারা যায়।

মৃত কয়েদি আদনান চৌধুরী দূর্জয় মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত। সে বেগমগঞ্জ কৃষ্ণপুর গ্রামের একরামুল হকের ছেলে। তার মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস জেল হয়।

এ বিষয়ে নোয়াখালী কারাগরের জেল সুপার মনির হোসেন জানান, সে বুকে ব্যাথা অনুভব করলে আমরা তাকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিই। পরে তার অবস্থা খারাপ দেখলে তাকে সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসা অবস্থায় সে মারা যায়।

Exit mobile version