Site icon Jamuna Television

দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই শুদ্ধি অভিযান: ওবায়দুল কাদের

দেশ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের চক্র ভেঙে দিতেই প্রধানমন্ত্রীর নির্দেশে শুদ্ধি অভিযান চলছে বলে আবারও জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশ থেকে দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন তা অব্যাহত থাকবে। অপরাধীরা যত ক্ষমতাশালীই হোক না কেন, চলমান অভিযানে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তৃণমুলের কমিটি গঠনের ক্ষেত্রে দলে বিতর্কিত ও যুদ্ধাপরাধীদের কেউ যেন স্থান পায় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে। সংখ্যালঘুদের সম্পদ অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Exit mobile version