Site icon Jamuna Television

সেনাসদস্য কর্তৃক রোহিঙ্গা কিশোরী ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি: আইএসপিআর

নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাসদস্য কর্তৃক এক রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ তদন্তে সেনা সদর দপ্তর থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে সেনাসদস্য কর্তৃক একজন রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ সেনা সদর দপ্তর অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

Exit mobile version