Site icon Jamuna Television

দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ডাকসুর পদযাত্রা

সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে পদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু। দুপুরে ডাকসুর সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

এ সময় চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান ডাকসু নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ যেন ছাড় না পায়। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন তারা। ডাকসু থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তবে এতে ডাকসুর ভিপি, জিএসসহ কমিটির শীর্ষ নেতাদের দেখা যায়নি।

Exit mobile version