Site icon Jamuna Television

মাশরাফীর জন্মদিনে নড়াইলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইলে-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের আলাদাতপুর হামিদ ম্যানশনে মাশরাফি ফাউন্ডেশনের আয়োজনে সেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জন্মদিন উপলক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে বিকেলে আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

গোলাম মোর্ত্তজা স্বপন ও হামিদা মোর্ত্তজার বড় ছেলে মাশরাফী বিন মোর্ত্তজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করেন নড়াইল শহরের আদালতপুরে মামাবাড়িতে। পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত বিশ্ববাসীর চেনা মাশরাফী।

Exit mobile version