Site icon Jamuna Television

দূর্গা পূজা উৎসব পালনে ভারতে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
সনাতন ধর্মীয়দের সবচেয়ে বড় অনুষ্ঠান দূর্গোউৎসব পালনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশী সনাতন ধর্মীয় নারী পুরুষ ভারতে যাচ্ছে। তেমনি বাংলাদেশেও অনুষ্ঠিত দূর্গোউৎসব পালনে ভারতীয়রা আসছে। গত দুদিনে এই চেকপোস্ট দিয়ে প্রায় ২০ হাজার যাত্রী যাতায়াত করেছে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি মহসিন পাঠান জানান, দূর্গা পুজা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রচুর সনাতন ধর্মীয় নারী পুরুষ ভারতে যাচ্ছে। তবে ভারত থেকে আসছে কম। যাত্রীরা যাতে কোন ভোগান্তি ছাড়া ভারতে যেতে পারে তার জন্য ইমিগ্রেশনে জনবল বাড়ানো হয়েছে। এবং সকাল থেকে সন্ধা পর্যন্ত যাত্রী সেবা দেয়া হচ্ছে। গত দু’দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রায় ১৪ হাজার নারী পুরুষ ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকে এসেছে ৬ হাজারের মতো। এদের অধিকাংশই সনাতন ধর্মীয়।

Exit mobile version