Site icon Jamuna Television

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

পদ্মায় তীব্র স্রোতের কারণে ঘাটে ভিড়তে না পারায় বন্ধ ঘোষণা করা হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। শনিবার দুপুর ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, গত কয়েকদিন ধরেই পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। দৌলতদিয়া প্রান্তে দুটি ঘাট ভেঙ্গে যাওয়ায় সমস্যা আরো প্রকট হয়েছে। বেলা একটার দিকে দুর্ঘটনা রোধের আশঙ্কায় ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনূকূলে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তিনি সবধরনের যানবাহন ও যাত্রীদেরকে ভিন্ন পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

এদিকে ঘাটে পাড়ের অপেক্ষায় থাকা ৫ শতাধিক যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

Exit mobile version