Site icon Jamuna Television

নদী ভাঙ্গনরোধে তীর রক্ষাবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নদী ভাঙ্গনরোধে তীর রক্ষাবাঁধ নির্মাণের দাবী রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী উপজেলার আলেকজন্ডার ইউনিয়নের বালুর চর এলাকায় মেঘনা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কয়েক হাজার ভাঙ্গনকবলিত মানুষ অংশ নেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক মাহবুবুর রহমান রিপনসহ অনেকে।

এসময় মেঘনার আগ্রাসী ভাঙ্গন থেকে রক্ষায় দ্রুত প্রতিরোধে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এদিকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় একই সময়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।

Exit mobile version