Site icon Jamuna Television

সুস্থ হয়ে ফিরে যাবার সময় হাসপাতালের সব রোগীকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা

মেহেরপুরপ্রতিনিধি
রোগিকে ফুল বা ফল নিয়ে দেখতে আসেন স্বজনেরা। কিন্তু এবার রোগী নিজেই সুস্থ হয়ে হাসপাতালের সব রোগীদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই ফুল বিনিময় করেন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার উদ্দিন।

জানা যায়, গত ১ তারিখে হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হোন তিনি। পরে ডাক্তার এবং নার্সদের সেবায় ভালো হওয়ায় আজ শনিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। আর বাড়ি ফিরে যাওয়ার সময় হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগিদের সুস্থতা কামনা করে একটি করে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে হাসপাতালে কর্মরত নার্সদের মাঝেও তিনি ফুল বিতরণ করেন।

শিক্ষক বখতিয়ার উদ্দিন বলেন, আগের চিকিৎসা ব্যবস্থা এবং বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়ে গেছে, সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান ভালো চান। ফুল মানুষের মনকে ভালো করে আর তাই রোগিদের মাঝে ফুল দিয়েছেন।

ফুল পেয়ে রোগিরাও জানান খুশির কথা।

Exit mobile version