Site icon Jamuna Television

ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম আর নেই

ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মো. ফিরোজ আলম ভারতের দিল্লিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুর ১২ টায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাল রোববার মরহুমের লাশ দেশে নিয়ে আসা হবে।

জনাব ফিরোজ আলম সন্দীপে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে ব্যবসায় জড়িয়ে পড়েন ও সফলতা অর্জন করেন। ফিরোজ আলম ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, পেট্রোম্যাক্স এলপিজিসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া আমেরিকা, জাপান, কোরিয়া, চীন, জার্মানি, ইউকে, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

Exit mobile version