Site icon Jamuna Television

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিহারীদের বিক্ষোভ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিহারীদের সাথে সংঘর্ষ হয়েছে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মী ও পুলিশের। এ ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১৫ জনকে।

দুপুরে ৩১ কোটি টাকা বকেয়া বিল আদায়ে জেনেভা ক্যাম্প এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর প্রতিবাদে বিহারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তারা পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়ে। টায়ায় জ্বালিয়ে অবরোধ করে সড়ক। বিহারীদের হামলায় স্থানীয় কাউন্সিলর’সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এসময় পুশিলের গাড়িও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version