Site icon Jamuna Television

চিকিৎসা নিতে এসে হাসপাতাল থেকে শিশু চুরি

নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মুসা নামে ৬ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে।শনিবার (৫ অক্টোবর) দুপুরের দিকে নওগাঁ সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশু মুসা সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

শিশুর মা বৃষ্টি জানান, ডায়েরীয়ার চিকিৎসা নিতে ৩ দিন ধরে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি ছিল শিশুটি। দুপুরের দিকে মা বৃষ্টি শিশুটিকে কোলে নিয়ে বাহিরে আসে। এ সময় একজন অপরিচিত মহিলা শিশুটিকে কৌশলে কোলে নিয়ে মা বৃষ্টিকে শিশু ওয়ার্ড থেকে একটি প্যান্ট নিয়ে আসতে বলেন। বৃষ্টি ভিতরে গলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই মহিলা।

ঘটনার সত্যতা শিকার করে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক মুক্তার হোসেন বলেন, বিষয়টি জানার পর থানা পুলিশকে জানানো হয়েছে। হাসপাতাল থেকে সবরকম তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানান, শিশু পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসি ক্যামেরার ফুটেজসহ যাবতীয় তথ্য বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version