Site icon Jamuna Television

কাশ্মির ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: রাভিশ কুমার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

উল্লেখ্য, কারফিউ প্রত্যাহার হলে উপত্যকায় রক্তগঙ্গা বইবে, জাতিসংঘে এমন মন্তব্য করেছিলেন ইমরান খান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, আমার মনে হয়, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে পরিচালিত হয় সে বিষয়ে পাক প্রধানমন্ত্রীর জ্ঞানের অভাব আছে। এ কারণেই এ ধরণের মন্তব্য করেছেন। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, তিনি প্রকাশ্যেই জিহাদের ডাক দিয়েছেন। এটা একজন রাষ্ট্রনেতার স্বাভাবিক আচরণ হতে পারে না।

Exit mobile version