Site icon Jamuna Television

ঢাবিতে চান্স পাওয়া জমজ দু’বোনের দায়িত্ব নিয়েছেন ডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় জায়গা পাওয়া বাগেরহাটের জমজ শিক্ষার্থী সুরাইয়া-সুমাইয়ার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক।

দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ দুই ছাত্রী ও তার মাকে ডেকে তাদের সহায়তার আশ্বাস দেন।

এসময় সদর উপজেলা চেয়ারম্যান দুই মেধাবীকে মোবাইল ফোন উপহার দেন। পৌরসভার মেয়র লেখাপড়ার খরচ বাবদ এককালীন পঞ্চাশ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

দিনমজুর বাবা মহিদুল হাওলাদারের জমজ মেয়ে সাদিয়া আক্তার সুরাইয়া ও নাদিরা ফারজানা সুমাইয়া অর্থাভাবে টিউশনি করিয়ে পড়াশুনা চালিয়ে নিচ্ছিল। মাধ্যমিকে দুই বোনই গোল্ডেন এ প্লাস পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গ-ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে তারা মেধাতালিকায় জায়গা করে নেন।

Exit mobile version