Site icon Jamuna Television

গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা

গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিরা। শুক্রবার ফিলিস্তিনিদের সাপ্তাহিক প্রতিবাদ কর্মসূচিতে হামলায় প্রাণ গেছে ২৮ বছর বয়সী এক জনের।

শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন প্রায় ৬ হাজার ফিলিস্তিনি। এসময়, ইসরায়েলি সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে আহত হন অর্ধ-শতাধিক মানুষ। এদের মধ্যে ২২ জনই সরাসরি গুলিবিদ্ধ।

ইসরায়েলি সেনাদের দাবি, তাদের ঘাঁটি ও গাড়ি লক্ষ্য করে বিস্ফোরক ও গ্রেনেড ছোঁড়ে ফিলিস্তিনিরা।

গত বছর মার্চ থেকে প্রতি শুক্রবার গাজা সীমান্তে গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা। এখন পর্যন্ত প্রাণ গেছে ৩১৩ জনের।

Exit mobile version