Site icon Jamuna Television

আজ মহাষ্টমী ও কুমারী পূজা, মণ্ডপে ভক্তদের ঢল

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। কিছুক্ষণ আগে শুরু হয়েছে মূল আকর্ষণ কুমারী পূজা। ঢাক-কাসার বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবীরূপী কুমারীকে পূজা করছেন ভক্তরা।

নতুন কাপড় ও বাহারি সাজে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে দেয়া হচ্ছে পুষ্পাঞ্জলি। অষ্টমী পূজার বিশেষ আয়োজন কুমারী পূজা। দেবীর সন্ধিপূজা ও কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা।

হিন্দু বিশ্বাসে, কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক এবং বীজাবস্থা। তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার সাধনা করা হয়। ঢাক-ঢোল বাদ্যসহকারে নানা আচারের মধ্যদিয়ে ৭ বছরের শিশু প্রিয়তা বন্দোপাধ্যায় দেবীরূপে পূজিত হবে।

Exit mobile version