Site icon Jamuna Television

বরগুনায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ২০ মণ হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে প্রায় ২০ মণ হরিণের মাংস জব্দ করা হয়। আটক করা হয় সোবহান নামে একব্যক্তিকে। পরে জব্দকৃত মাংস বনবিভাগের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। সোবহানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version