Site icon Jamuna Television

মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা

একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতীয় সেনাদের স্মরণ করেন তিনি।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।

শনিবার রাজধানী নয়া দিল্লির ইন্ডিয়া গেট চত্বরে ‘অমর জওয়ান জ্যোতি’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নির্মলা সীতারমণ। এসময় তার সাথে ছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধানরাও। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতাতেও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড।

Exit mobile version