Site icon Jamuna Television

ক্ষমতার খুব কাছে যাবে না, পুড়ে যাবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

ক্ষমতার খুব কাছে যাবে না, পুড়ে যাবে; ক্ষমতার খুব দূরে যেও না, উত্তাপ পাবে না। কর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সম্মেলন ঘিরে অতি উৎসাহ না দেখাতে দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। অনুরোধ করেছেন, কারও চরিত্র হনন না করার।

রোববার বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সাথে বৈঠকে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অতি উৎসাহ দেখিয়ে কাউকে অতি উপরে উঠাবেন না। কারও চরিত্র হনন করবেন না।

ভারতের সাথে চুক্তি আড়াল করতেই সম্রাটকে গ্রেফতার করেছে সরকার, বিএনপির এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, বিএনপির জনপ্রিয়তা তলানিতে তাই তারা আজগুবি অভিযোগ করছে। তাদের বলবো অন্ধকারে ঢিল ছুঁড়বেন না।

কোনো চুক্তির মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা তা স্পষ্ট করতে মিজা ফখরুলের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনা দেশের বিরুদ্ধে কোনো চুক্তি করেন না। ভারত যদি মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তা বিনা পয়সায় করবে না। স্বাধীনতার পর ভারতের সাথে দরকষাকষি করে অনেক সমস্যার সমাধান করেছেন শেখ হাসিনা।

Exit mobile version