Site icon Jamuna Television

সম্রাটের অফিস থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবা উদ্ধার

যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কাকরাইলের অফিস থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, বন্য প্রাণির চামড়া, যন্ত্রপাতি ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।

সাড়ে ৫ ঘণ্টার অভিযান শেষে আজ রোববার বিকালে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম যমুনা নিউজকে এসব তথ্য জানান।

র‍্যাব জানায়, সম্রাটের অফিসে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার, ওয়াইন-সহ নানান ব্রান্ডের মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়া বেশ কিছু ইলেক্ট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে। তবে এসব ডিভাইস ঠিক কী কাজে ব্যবহৃত হতো তা জানতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।

সম্রাটের অফিসের বিশ্রাম কক্ষ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সাথে গুলি ও ম্যাগাজিন আছে।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সম্রাটের স্ত্রী রাতে কার্যালয়ে ছিল। সে ভোরে চলে গেছে। তাকে খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখানে কোনো সম্পদ থাকলে সেগুলো নিয়ে স্ত্রী সরে গেছে।

Exit mobile version