Site icon Jamuna Television

পাবনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের মন্দির পরিদর্শন ও দুস্থদের মাঝে বস্ত্রবিতরণ

পাবনা প্রতিনিধি:

দুর্গা পূজার অষ্টমীতে রোববার পাবনা সদর ও চাটমোহর উপজেলায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও দুস্থ নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করলেন, রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সহকারী ভারতীয় হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি।

তিনি দুপুরে চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বোঁথর চড়ক মন্দির পরিদর্শন করে পূজা দানে অংশ নেন। পরে সহকারী হাই কমিশনার শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে পৌর শহরের হরিসভা, দোলবেদীতলা, পুরাতন বাজারে কালি মন্দির পরিদর্শন করেন ।

এর পর বিকেলে পাবনার প্রধান জয়কালী বাড়ি ও মা মন্দির পরিদর্শন করে রামকৃষ্ণ মিশন মন্দির চত্বরে রোটারি ক্লাব অব পাবনার আয়োজিত অনুষ্ঠানে শতাধিক দুস্থ নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণে অংশ নেন। এছাড়া তিনি দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের নেয়া নিরাপত্তার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।

তারপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যয় সঞ্জীব কুমার ভাটি আরও বলেন, পাবনায় এসে সত্যি আমি অভিভূত যে বাংলাদেশে সত্যি কথা বলতে ধর্ম যার যার উৎসব সবার, এ কথা লালন করে দেখে, প্রকৃত অর্থে ভারত সরকার এই বক্তব্যকে সমর্থন করে।

Exit mobile version