Site icon Jamuna Television

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নেপালের সদ্য বিদায়ী স্পিকার

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন নেপালের পার্লামেন্টের সদ্য বিদায়ী স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারা। কাঠমান্ডু আদালতের নির্দেশে রোববার গ্রেফতার করা হয় তাকে।

গত সপ্তাহের শুরুতে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন পার্লামেন্টের এক নারী কর্মী। দাবি, মদ্যপ অবস্থায় তার অ্যাপার্টমেন্টে গিয়ে শারীরিক নির্যাতন চালান স্পিকার।

এ ঘটনার পর গত মঙ্গলবার পদত্যাগ করেন মাহারা। বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহারাকে নিয়ে নিন্দার ঝড় ওঠায় দলের পক্ষ থেকেও পদত্যাগের জন্য বলা হয় তাকে।

২০০৬ সালে সরকারের সাথে বিদ্রোহীদের শান্তি আলোচনায় প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই মাওবাদী নেতা। ২০১৭ সালের জাতীয় নির্বাচনে বিদ্রোহী ও মডারেট সমাজতান্ত্রিকদের জোটের জয়ের পর স্পিকার হিসেবে দায়িত্ব নেন মাহারা।

Exit mobile version