Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৪

যুক্তরাষ্ট্রের কানসাসে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে চারজন। রোববারের হামলায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টা নাগাদ হয় গোলাগুলি। এসময়, পানশালায় ছিলেন কমপক্ষে ৪০ জন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, হামলাকারী ব্যক্তিগত রিভলবার ব্যবহার করছিলো। তাকে হিস্প্যানিক হিসেবে সন্দেহ করা হচ্ছে। হামলার পরই পানশালা থেকে পালিয়ে যায় দুর্বৃত্ত। তার সন্ধানে চলছে তল্লাশি।

এদিকে, গুলিবিদ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে একে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা হিসেবে চিহ্নিত করলেও; পূর্ণাঙ্গ কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Exit mobile version