Site icon Jamuna Television

অস্ত্র আইনের মামলায় জি কে শামীমের জামিন নামঞ্জুর

অস্ত্র আইনের মামলায় টেন্ডার কিং নামে পরিচিত যুবলীগ নেতা জি কে শামীমের জামিন নামঞ্জুর করেছে আদালত। এদিকে মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদকে চারদিনের রিমান্ড দিয়েছে আদালত।

দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসিন আহসান চৌধুরী জি কে শামীমের জামিন নামঞ্জুর করেন। এর আগে জি কে শামীমের আইনজীবীরা আদালতে তার জামিন আবেদন করেন। অস্ত্র আইনের মামলায় ৪ দিনের রিমান্ড শেষে জি কে শামীমকে সিএমএম কারাগারে নেয়া হলেও রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে নেয়া হয়নি। তবে অস্ত্র আইনের মামলায় রিমান্ড চলমান আছে জি কে শামীমের। আর মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

Exit mobile version