Site icon Jamuna Television

‘প্রশ্নফাঁসের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত’

প্রশ্নফাঁসের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ছাপাখানার কর্মচারীরাও জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। সকালে তিনি সচিবালয়ে শিক্ষাখাতে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অভিযানের বিষয়ে তুলে ধরেন শিক্ষামন্ত্রীর কাছে। কমিশনার বলেন, দুদক প্রশ্নফাঁসের সম্ভাব্য বিষয়গুলো তুলে ধরছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শিক্ষামন্ত্রীও বলেছেন- প্রশ্নপত্র ফাঁসের আসল জায়গা বিজি প্রেস। তবে তিনি দাবি করেন, এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। কিছু শিক্ষকের অনৈতিক অবস্থানের কারণে সরকার প্রশ্নফাঁস রোধে ব্যর্থ হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী।

Exit mobile version