Site icon Jamuna Television

বুয়েটের শের-ই-বাংলা হলের ২০১১ নং কক্ষে হত্যা করা হয় ফাহাদকে

বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নং কক্ষেই বুয়েটের ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা। এসময় ওই কক্ষ থেকে ফাহাদকে হত্যার বিভিন্ন আলামতও জব্দ করা হয়।

আবরার ফাহাদ শের-ই বাংলা হলের ১০১১ নং কক্ষে থাকতেন।

ফাহাদের সহপাঠীরা জানায়, রোববার রাত ৮টার দিকে তার কক্ষ থেকে কয়েকজন ফাহাদকে ডেকে নিয়ে যায়। তারপর তারা হলের নিচে ফাহাদের লাশ দেখতে পান।

এদিকে হলের ২০১১ নং কক্ষে যে সব ছাত্রলীগ নেতারা থাকতেন বলে জানা গেছে তাদের কেউকাই আবরার ফাহাদের মৃত্যুর পর হলে পাওয়া যায়নি এবং তাদের খোঁজও কেউ বলতে পারছেনা।

ফাহাদের এক সহপাঠী যমুনা নিউজকে জানান, যারা ফাহাদকে ডেকে নিয়ে যায় তাদের আমরা চিনি। কিন্তু এ মুহূর্তে তাদের নাম বলতে চাচ্ছি না।

Exit mobile version