Site icon Jamuna Television

ফাহাদ হত্যায় ছাত্রলীগের সম্পৃক্ততা খতিয়ে দেখতে ২ সদস্যের কমিটি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত আছে কিনা সেটি তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

তদন্তে দায়িত্বপ্রাপ্ত দুই ছাত্রলীগ নেতা হলেন সহসভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাহিত্য সম্পাদক আসিফ তালুকদার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তাদের রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা দায়িত্ব নেয়ার পরই বলেছি, বাংলাদেশ ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ ও বুয়েট শাখা ছাত্রলীগের কেউ যদি বিন্দুমাত্র জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবো। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করবো সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।

Exit mobile version