Site icon Jamuna Television

৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ওহিদ বিশ্বাস (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকার অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন।

ওহিদ বিশ্বাস ফরিদপুর বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিক প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে গিয়ে জোর পূর্বক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই শিশুর মা আসামি ওহিদকে পালিয়ে যেতে দেখে। আহত অবস্থায় শিশুকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন শিশুর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সেই রাতেই আসামিকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।

Exit mobile version