Site icon Jamuna Television

আবরার হত্যা: ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার বিকালে বুয়েটের শের-ই-বাংলা হলে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মোট চৌদ্দজনকে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

আটকরা হলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, যুগ্ম সম্পাদক মুহতাসিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতায়ুল ইসলাম জিয়ন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইশতিয়াক মুন্না, সমাজসেবা উপ সম্পাদক ইফতি মোশাররফ সকাল এবং কর্মী তানভিরুল আবেদিন ইথান, মুনাতাসির আল জেমি ও রবিন।

Exit mobile version