Site icon Jamuna Television

নিজ ক্যাম্পাসেই জানাজা হলো আবরারের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে বুয়েট ক্যাম্পাসে তার জানাজা সম্পন্ন হয়।

সোমবার রাতে আবরার লাশ তার বাবার কাছে হস্তান্তর করে পুলিশ। নিহত আবরার বাবা বরকতুল্লাহ জানিয়েছেন, মামলার প্রক্রিয়া শেষ হওয়ার পরে তার কাছে ছেলের লাশ হস্তান্তর করা হয়েছে। জানাজা শেষে রাতেই ছেলের লাশ কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

এর আগে নিহত আবরার বাবা বরকতউল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। সিসিটিভি ফুটেজে শনাক্ত করে এই ১৯ জনের নামে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

বরকতউল্লাহ জানান, মামলার প্রধান আসামি বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং দ্বিতীয় আসামি যুগ্ম সম্পাদক মুহতাসিম ফুয়াদ।

এর আগে পুলিশ সিসিটিভি ভিডিও দেখে ছাত্রলীগের ৯ নেতাকে আটক করে।

Exit mobile version