Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
প্রবল স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে বন্ধ রয়েছে সকল ফেরি চলাচল। সোমবার রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কখন নাগাদ ফেরি চলাচল শুরু হবে বিআইডব্লিউটিসি জানাতে পারেনি। এদিকে ফেরি বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় থাকা পরিবহন চালক ও শ্রমিকদের দূর্ভোগ বেড়েছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, সোমবার রাত ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পণ্যবাহী পরিবহন আটকে আছে। পদ্মানদীতে নাব্যতা সংকট ও তীব্র স্রোত অব্যাহত থাকায় চলতে পারছে না ফেরিগুলো।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ৪ টি রোরোসহ মোট ১৮ টি ফেরি থাকলেও উদ্ভুত সংকটের কারণে মাঝে মাঝেই চলাচল ব্যহত হওয়ার পাশাপাশি দীর্ঘসময় বন্ধও থাকছে ফেরি চলাচল। ফলে দুর্ভোগ পিছু ছাড়ছে না এই নৌরুট ব্যবহারকারীদের।

যশোর থেকে আসা ট্রাক চালক করিম মিয়া জানান, গতরাত থেকে ফেরি বন্ধ। আটকে আছি ঘাটে। নির্ধারিত সময় ঢাকা যেতে পারছি না।

অপর এক ট্রাকচালক ইব্রাহিম হোসেন বলেন,’সোমবার বিকেলে এসেও পার হতে পারি নাই। আর এখন ফেরি বন্ধ। কখন চালু হবে তাও জানে না কেউ।’

পচনশীল পণ্যবাহী এক ট্রাকের শ্রমিক জানান, ঘাটে আটকে থেকে ট্রাকে থাকা সব্জি নষ্ট হবার পথে। আর ঘাটে বসে থেকে আমাদের খরচও বেড়ে যাচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন,’ নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ গত রাত থেকে। কখন থেকে চলবে তার নির্দেশনা এখনো আসেনি।’

Exit mobile version