Site icon Jamuna Television

ঢাবি ক্যাম্পাসে আবরারের গায়েবানা জানাযায় শিক্ষার্থীদের ঢল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কর্মসূচি চলছে। এরই মধ্যে আজ মঙ্গলবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন।

ডাকসু ভিপি নুরুলহক নুরের আহ্বানে জানাযা অনুষ্ঠিত হয়। ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন নামাজে ইমামতি করেন।

এদিকে বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যাকারীদের ফাঁসিসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। আবরারের খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই মিছিল শুরু করেন তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

Exit mobile version