Site icon Jamuna Television

আবরার হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে পটুয়াখালী সরকারী কলেজে ও বাউফল উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সরকারী কলেজের সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজের প্রধান ফটকের সামনে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে গিয়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারী কলেজের শিক্ষার্থী মানিক, হাসান, সুমন ও মাহাদি। বক্তারা আবরার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানানোর পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান।

এদিকে দুপুর বারোটার দিকে বাউফল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে সর্বস্তরের যুবসমাজের ব্যানারে আলাদা আরেকটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Exit mobile version