Site icon Jamuna Television

আবরারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন কমর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করায় তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Exit mobile version