Site icon Jamuna Television

আবরার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আবরার হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন আকবর, আরিফুল ইসলাম, মো. জুয়েল, মো. কামাল হোসেন, পাপেল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নিরাপদ শিক্ষাঙ্গন তৈরির জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

Exit mobile version