Site icon Jamuna Television

ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচন ফেব্রুয়ারিতে

আগামী মাসের (জানুয়ারি) দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হবে নির্বাচন।

আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মেয়র পদে নির্বাচনের সাথে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া সমান সংখ্যক ওয়ার্ডেও নির্বাচন হবে।

গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর ডিএনসিসির মেয়দ পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

Exit mobile version