Site icon Jamuna Television

পটুয়াখালীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালিরচর গ্রামে লিয়া ম‌নি (১২) না‌মের এক কি‌শোরীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গে‌ছে। মৃত লিয়া ম‌নি ওই গ্রা‌মের মো. খালেক খানের মেয়ে।

গলা‌চিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি আকতার মো‌র্শেদ জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দি‌কে নিজ বাসার ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখে পরিবারের লোকজন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তি‌নি আ‌রো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এব্যাপা‌রে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ব‌লেও তি‌নি জানান।

গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক মোঃ মোস্তফা শিকদার জানান, হাসপাতা‌লে আনার আ‌গেই লিয়া ম‌নি মারা গে‌ছে।

এদি‌কে কেন বা কি কার‌ণে লিয়া ম‌নি মারা গেল তার প্রকৃত কারণ জানা যায়‌নি। তবে তার মৃত্যু নি‌য়ে এলাকাবাসীর ম‌ধ্যে নানা গুঞ্জন চল‌ছে।

Exit mobile version