Site icon Jamuna Television

বিশাল বহর নিয়ে ঢাকায় কাতার ফুটবল দল

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ৫৭ জনের বিশাল বহর নিয়ে ঢাকায় এসেছে কাতার জাতীয় ফুটবল দল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে তাদের বহনকারী বিমানটি।

বিশ্বকাপ বাছাই পর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিলেও ভারতের সাথে গোল শূন্য ড্র করেছে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা। তারপরও ‘ই’ গ্রুপে তাদের অবস্থান এখন শীর্ষে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সাথে লড়াই করেও ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো বাংলাদেশকে। তাই এবারের বাছাই পর্বের প্রথম হোম ম্যাচকে ঘিরে কঠোর অনুশীলনে ব্যস্ত স্বাগতিকরা। রাত আড়াইটায় কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যায় কাতার দল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

Exit mobile version