Site icon Jamuna Television

আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বুয়েট ছাত্র আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়। এ সময় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন অবিলম্বে আবরারের হত্যাকারীদের ফাঁসি দিয়ে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার।

তারা আরো বলেন, দ্রুত এ রায় না হলে তারা দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলবেন।

কমসূচির শেষের দিকে ক্যাম্পাস ছাত্রলীগের এক নেতা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় কেড়ে নেয়ার চেষ্টা করে ব্যানার। পরে ছাত্রদল নেতাকর্মীরা দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

Exit mobile version