Site icon Jamuna Television

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ পিতা-পুত্রের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার তেররশিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবা ছেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তাদের মরদেহ উদ্ধার হয়।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল তেররশিয়া থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নারায়নপুর এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে প্রথমে বাবা সাহাবুদ্দিন ও এর পরে অল্প দূরে ছেলে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের তেররশিয়া দক্ষিণপাঁকা গ্রামের মৃত আজাহারের ছেলে সাহাবুদ্দিন(৫২) ও তার ছেলে আব্দুল্লাহ (৭) বাড়ীর পাশে পদ্মা নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যায়। স্রোতের কবলে পড়ে এক পর্যায়ে ছোট নৌকাটি ডুবে গেলে বাবা ছেলে নিখোঁজ হয়।

Exit mobile version