Site icon Jamuna Television

ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের

আবরার ফাহাদের হত্যায় জড়িত সকলকে বিশেষ বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে বুয়েট অ্যালামনাই এসোসিয়েশন।

দুপুরে বুয়েট ক্যাম্পাসে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধনে এ আহ্বান জানান, অ্যালামনাই এর সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তুলে ধরেন সাত দফা দাবি।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ক্যাম্পাসে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার দাবিও জানানো হয়। উপাচার্যের অপসারণসহ প্রশাসনে আমুল পরিবর্তন এনে এতিহ্যবাহী বুয়েটের সুনাম ফিরিয়ে আনার আহ্বান জানান জামিলুর রেজা চৌধুরী।

জামিলুর রেজা চৌধুরী বলেন, র‍্যাগিং বা অন্য অজুহাতে ছাত্র নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবরারসহ আগের হত্যাকাণ্ডগুলোর বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবিও জানায় বুয়েট অ্যালামনাই।

Exit mobile version