Site icon Jamuna Television

সম্রাট অসুস্থ, আদালতে হাজির করা হয়নি

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ হওয়ায়, আদালতে হাজির করা যাচ্ছে না বলে আদালতকে প্রতিবেদন দিয়েছেন কারা কর্তৃপক্ষ।

সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারীর এজলাসে প্রতিবেদন দাখিল করে কারা কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে হাজির করা সম্ভব হচ্ছে না। মাদক ও অস্ত্র মামলায় যুবলীগের বহিষ্কৃত আরেক নেতা আরমানকে আদালতে তোলা হয়। এসময় আদালত আরমানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। একইসাথে সম্রাট ও আরমানের মামলার পরবর্তী শুনানি ১৫ অক্টোবর ধার্য করেছেন আদালত। শনিবার কুমিল্লা থেকে ক্যাসিনো কিং খ্যাত বহিষ্কৃত দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও আরমানকে গ্রেফতার করে র‍্যাব।

Exit mobile version