Site icon Jamuna Television

ক্যাসিনো মামলার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে: দুদক চেয়ারম্যান

ক্যাসিনোকাণ্ডে অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলার তদন্তে প্রয়োজনে সিঙ্গাপুর যাওয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সকালে দুদকে অ্যান্টি করাপশন আইন নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করে এসব কথা বলেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, দুদকের মামলায় শতভাগ সাজা হওয়া উচিত। তদন্তে আইনের যথাযথ অনুসরণ না করায় সাজা কম হয় বলেও জানান তিনি। বেসিক ব্যাংকের ৬২ মামলার চার্জশিট দিতে আরও সময় লাগবে বলেও জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

Exit mobile version