Site icon Jamuna Television

খুলনা মেডিকেল কলেজে ডেঙ্গুতে নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রাফি বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। বেলা এগারোটায় তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোপালগঞ্জের বেতগ্রাম এলাকার মতি রাসেলের স্ত্রী রাফি বেগম মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি ঘটে। সকালে রাফি বেগমকে আইসিইউতে ভর্তি করার কথা থাকলেও সীমিত আসন থাকায় তাকে স্থানান্তর করা যায়নি। বেলা এগারোটায় তিনি মারা যান। রাফি বেগমের মৃতদেহ তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এনিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯।

Exit mobile version