Site icon Jamuna Television

শরীয়তপুরে বিজ্ঞান উৎসব

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আলমামুন তালুকদার, ভেদরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ প্রমূখ।

বিজ্ঞান উৎসব আয়োজন করে শরীয়তপুর সাইন্স সোসাইটি নামে একটি সংগঠন।

বিজ্ঞান উৎসবের মাঝেই গণিত অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়ার্ডে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১০টি প্রকল্প উপস্থাপন করে।

Exit mobile version