Site icon Jamuna Television

খুলনায় মদ্যপানে তরুণীসহ তিনজনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত মদ্যপানে বিষক্রিয়ায় এক তরুণীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১২ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটে। বিকেল ও সন্ধ্যায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসক ও পুলিশ।

নিহত তিনজন হলেন, নগরীর রায়পাড়া ক্রস রোড এলাকার বিমল শীলের ছেলে অমিত শীল, রূপসা উপজেলার রাজাপুর এলাকার নিমল দাসের ছেলে দীপ্ত দাস ও সুকুমার বিশ্বাসের মেয়ে ইন্দ্রানী বিশ্বাস। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত শীল এবং নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্দ্রানী ও দীপ্তর মৃত্যু হয়। অমিত শীলকে মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর লাইভ সাপোর্টে রাখা হয়েছিলো। দীপ্ত দাস ও ইন্দ্রানীকে সকালে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিভিল সার্জন জানান, যারা মারা গেছেন তারা সবাই অতিরক্তি মদ্যপান করেছিলেন। অনেক সময় অতিরিক্ত মদ্যপান করার ফলে শরীরে বিষক্রিয়া হয়, এতে মানুষের মৃত্য হয়। এর আগে সকালে যে পাঁচজন মারা যান তারা হলেন, প্রসেনজিৎ দাস, তাপস, রাজু বিশ্বাস, পরিমল ও সুজন শীল। পুলিশ জানিয়েছে, বিজয়া দশমী উপলক্ষ্যে তারা মদপান করেছিলন।

Exit mobile version