Site icon Jamuna Television

সেই অমিত সাহা গ্রেফতার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অমিত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকাল ১১টায় সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আবরার হত্যাকাণ্ডে অমিত সাহার সম্পৃক্তার প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ।

ফাহাদ খুন হওয়া ২০১১ নম্বর কক্ষের বাসিন্দা বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা। ঘটনায় জড়িত থাকা ছাত্রলীগের সহ-সম্পাদক আশিকুল ইসলাম বিটু অমিত সাহাও জড়িত ছিলেন বলে জানান। তবে ছাত্রলীগের তদন্ত কমিটি ও মামলার কোনো জায়গায়ই অমিত সাহার নাম ছিলো না। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।

Exit mobile version